রাজনীতি

অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন না দিলে আবার‌ও দেশবাসী গর্জে উঠবে…আবুল কালাম আজাদ

  প্রতিনিধি ৮ মার্চ ২০২৫ , ৫:৩৭:২১ প্রিন্ট সংস্করণ

ডেমরা,ঢাকা,প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেছেন, অচিরেই একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করলে আবারও  দেশবাসী গর্জে উঠবে। আর এর ভয়ংকর পরিণতি থেকে আপনারা কেউ  রেহাই পাবেন না। মানুষের এই জাগরণ কোনো শক্তি আটকিয়ে রাখতে পারবে না। শনিবার সন্ধ্যায় ডেমরা সারুলিয়া এলাকায় ডেমরা থানা তাঁতী দল আয়োজিত অনুষ্ঠিত কর্মীসভায় তিনি এসব কথা বলেন। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আবুল কালাম আজাদ আরও বলেন, দেশনায়ক তারেক রহমান আমাদেরকে পরিষ্কার নির্দেশনা দিয়ে বলেছেন, সারা বাংলাদেশের আনাচে-কানাচে তাঁতীদলের নেতা-কর্মীদের নিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের মূল লক্ষ্য হলো ৩১ দফা দাবি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আমি সমর্থকদের জাগরণ দেখেছি। তারা আমাকে বলেছেন, বর্তমান সরকারকে আর সময় দেওয়া যাবে না। তাদের দাবি, অচিরেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলনে তারা পুরোপুরি শরীক হবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মজিবুর রহমান। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কাজি রেজাউল করিম রানা, সদস্য সচিব আবুল কাসেম পাটোয়ারী, ডেমরা থানা তাঁতীদলের আহ্বায়ক জুলহাস শেখ ও সদস্য সচিব এনামুল হক মুকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রত্যাশী এস.এম রেজা চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মো. আনিসুজ্জামান, ডেমরা থানা যুবদলের পদপ্রত্যাশী হাবিবুর রহমান প্রধানসহ ডেমরা থানার বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও খবর

Sponsered content