প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৫ , ২:৩৮:৩১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক সিলেট:
সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনা রক্ষায় কঠোর ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, মজুদ, পরিবহন এবং বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম। তিনি বলেন, “সিলেটের প্রকৃতি সংরক্ষণে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী উপজেলার প্রাকৃতিক সম্পদ ও পর্যটন এলাকায় কিছু ব্যক্তি অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও পাচারের সঙ্গে জড়িয়ে পড়েছেন। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি পর্যটন সম্ভাবনাও হুমকির মুখে পড়ছে। তাই এসব কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
তিনি আরও সতর্ক করে বলেন, “জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে কেউ যদি বালু বা পাথরের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একই দিনে জেলার জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে পাথর মজুদ করার দায়ে এক ব্যক্তিকে ৩০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।