জাতীয়

আসন্ন সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন, তা নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি প্রায় অর্ধেক ভোটার…জরিপে

  প্রতিনিধি ১১ আগস্ট ২০২৫ , ১:১৮:২৮ প্রিন্ট সংস্করণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন, তা নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি প্রায় অর্ধেক ভোটার।ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)-এর এক সাম্প্রতিক জরিপে উঠে এসেছে, ৪৮ শতাংশেরও বেশি মানুষ তাদের পছন্দ নির্ধারণ করেননি। এছাড়া, অংশগ্রহণকারীদের ১৪ দশমিক ৪ শতাংশ ভোটের পছন্দ প্রকাশে অনিচ্ছা জানিয়েছেন। জরিপে সহযোগিতা করেছে বেসরকারি ফোরাম ‘ভয়েস ফর রিফর্ম’।

যারা ভোটের সিদ্ধান্ত জানিয়েছেন, তাদের মধ্যে ১২ শতাংশ বিএনপি, ১০ দশমিক ৪ শতাংশ জামায়াতে ইসলামী, ৭ দশমিক ৩ শতাংশ আওয়ামী লীগ এবং ২ দশমিক ৮ শতাংশ এনসিপিকে ভোট দিতে চান বলে উল্লেখ করেছেন।

গত বছরের অক্টোবরের জরিপে বিএনপির প্রতি সমর্থন ছিল ১৬ দশমিক ৩ শতাংশ, জামায়াতের ১১ দশমিক ৩ শতাংশ এবং এনসিপির ২ শতাংশ। অর্থাৎ আট মাসে বিএনপি ও জামায়াতের সমর্থন কিছুটা কমলেও এনসিপির পক্ষে সামান্য বৃদ্ধি দেখা গেছে।

সোমবার ১১ আগস্ট, ঢাকায় এক অনুষ্ঠানে ‘অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের মূল্যায়ন, সংস্কার, নির্বাচন ও রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা’ শীর্ষক জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৭ বছরের নিচের ভোটারদের মধ্যে জামায়াতের সমর্থক বিএনপির চেয়ে বেশি। এ বয়স শ্রেণিতে ৯ শতাংশ বিএনপি, ১২ শতাংশ জামায়াত, ৭ শতাংশ আওয়ামী লীগ এবং ৪ শতাংশ এনসিপিকে সমর্থন জানিয়েছেন।

২৮ থেকে ৩৫ বছরের ভোটারদের ক্ষেত্রে বিএনপি ও জামায়াতের জনপ্রিয়তা সমান উভয় দলই পেয়েছে ১১ শতাংশ করে সমর্থন। অপরদিকে, ৫০ বছরের বেশি বয়সী ভোটারদের মধ্যে বিএনপির প্রতি সমর্থন সবচেয়ে বেশি ১৬ শতাংশ। এই শ্রেণিতে জামায়াতের সমর্থন ৯ শতাংশ, আওয়ামী লীগের ৭ শতাংশ এবং এনসিপির ৪ শতাংশ।

শিক্ষাগত যোগ্যতাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গ্রাজুয়েট ভোটারদের মধ্যে বিএনপি ও জামায়াতের সমর্থন সমান প্রতিটি দলের পক্ষে ১০ শতাংশ করে। আওয়ামী লীগ সমর্থন পেয়েছে ৫ শতাংশ এবং এনসিপি ৪ শতাংশ। আনুষ্ঠানিক শিক্ষা নেই এমন ভোটারদের মধ্যে বিএনপির সমর্থন তুলনামূলক বেশি ১৪ শতাংশ, জামায়াত ৯ শতাংশ, আওয়ামী লীগ ৭ শতাংশ এবং এনসিপি ২ শতাংশ।

জরিপে অংশগ্রহণকারীদের ৭০ শতাংশ মনে করেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে। বিপরীতে ১৫ শতাংশের বিশ্বাস, নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই। সূত্র : বিবিসি নিউজ বাংলা।

আরও খবর

Sponsered content