আন্তজার্তিক

ইরানের হামলায় আট হাজারের বেশি ইসরায়েলি গৃহহীন হয়ে পড়েছেন

  প্রতিনিধি ২০ জুন ২০২৫ , ১:৪৬:৫১ প্রিন্ট সংস্করণ

শুক্রবার (২০ জুন) ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিয়োথ আহরোনোথের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সম্পত্তি কর ক্ষতিপূরণ তহবিলের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইতোমধ্যেই ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন বা যানবাহনের ক্ষতিপূরণের জন্য প্রায় ৩০ হাজার আবেদন জমা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এক প্রতিবেদনে জানায়, ইরানের হামলায় ইসরায়েলের বহু মানুষ হতাহত হয়েছে এবং বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এসব তথ্য গোপন রাখতে উঠে পড়ে লেগেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সরকারি দফতর ও গোয়েন্দা সংস্থাগুলো ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ গোপন রাখতে কঠোর পদক্ষেপ নিচ্ছে। এ বিষয়ে ইসরায়েলের সামরিক সেন্সর অফিস একাধিকবার সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছবি বা তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে।

তাসনিমের দাবি, আল-কুদস (জেরুজালেম), তেল আবিবসহ বেশ কয়েকটি দখলকৃত শহরে ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। এতে বহু ভবন ও অবকাঠামো ধ্বংস হয়েছে।

সংবাদমাধ্যমটি আরও দাবি করে, ইরানের ছোড়া অনেক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে। এমনকি কিছু প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিজের ভূখণ্ডেই ভেঙে পড়েছে, যেগুলোর কারণে শহরগুলোতে বাড়তি ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও খবর

Sponsered content