সারাদেশ

কক্সবাজারের সমুদ্র সৈকতে গোসল করতে নেমে চবির তিন শিক্ষার্থী নিখোঁজ ১জন উদ্ধার

  প্রতিনিধি ৮ জুলাই ২০২৫ , ১২:৫৬:৩২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক কক্সবাজার:

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী সাগরের স্রোতে নিখোঁজ হন। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকি দুইজন এখনও নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (০৮ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম শাবাব। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় নিখোঁজ রয়েছেন একই বিভাগের একই শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী—অরিত্র ও আদিব।

আরও খবর

Sponsered content