প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৫ , ১১:০২:০৯ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক কক্সবাজার:
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৩ আগস্ট) সকালে প্রকাশিত এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের কাছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সকাল ৬টায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ক্রমেই ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য তৈরি হয়েছে, যা উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা তৈরি করেছে।
সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সমুদ্রে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে।