নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের শাহজাদপুরে চলনবিলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের জন্য প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে রোববার (১৭ আগস্ট) অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপার্সন ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, সভায় মোট ১১টি প্রকল্প অনুমোদিত হয়েছে।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, “আইন-কানুন মেনেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, “অনুমোদনের জন্য দুটি শর্ত রয়েছে—পরিবেশ মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র প্রয়োজন এবং প্রকল্প বাস্তবায়নের সময় পরিবেশ অধিদপ্তরের মনিটরিং বাধ্যতামূলক।”
তিনি বলেন, “বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে কিছু পরিবেশগত ক্ষতি হতেই পারে। আমাদের লক্ষ্য হবে পরিবেশসম্মত উপায়ে ক্ষতি কমিয়ে প্রকল্প বাস্তবায়ন করা।”
বিশেষজ্ঞ মতামতের বিষয়ে তিনি বলেন, “ভূমি অধিগ্রহণে বিশেষজ্ঞ প্যানেলের মত থাকলে ভালো হতো। তবে একটি নিজস্ব ক্যাম্পাস রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত জরুরি।”
পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, “আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, তাই ডিসেম্বর-জানুয়ারির আগেই এডিপি সংশোধন করা হবে।”
তিনি জানান, “চিনি শিল্প ও ইক্ষু চাষ নিয়ে একটি সমীক্ষা হবে। সব চিনিকল সংস্কার হবে না, কয়েকটি রেখে বাকিগুলো অন্যভাবে ব্যবহার করা হবে।”
তিনি আরও বলেন, “ওয়াসার ভূ-উপরিস্থ পানি সরবরাহ প্রকল্পে অনিয়ম ও পরিকল্পনায় ভুল রয়েছে। বিষয়টি তদন্তে আইএমইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে।”
মেট্রোরেল ব্যয় প্রসঙ্গে তিনি বলেন, “লাইন ৫-এর উত্তর ও দক্ষিণ অংশে অতিরিক্ত ব্যয়ের অভিযোগ রয়েছে। তবে জাইকার সঙ্গে ঋণ চুক্তি ও ঠিকাদার নিয়োগের কারণে সীমাবদ্ধতা আছে।”
তিনি জানান, “দেশের পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ স্থাপনের প্রকল্প অনুমোদন পেয়েছে। তবে জনবল নিয়োগ আগে নিশ্চিত করতে বলা হয়েছে।”