অপরাধ

চাঁদাবাজির অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতা এস এম আসলাম ও টি এইচ তোফা আটক

  প্রতিনিধি ৭ আগস্ট ২০২৫ , ১:১৯:০৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ:

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ- সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সভাপতি এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফা আটক।

পুলিশ সূত্রে জানায়, ০৬ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২ টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন এস.ও রোড এলাকায় এসএম আসলাম এর নিজ বাসা থেকে এবং আজিবপুর এলাকায় টিএইচ তোফার নিজ বাসা থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। চাঁদাবাজির অভিযোগে তাদেরকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়েছে। আটককৃত টি এইচ তোফা এর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারা তৎসহ পেনাল কোডের ৪৩৫ ধারায় মামলা রয়েছে। ডিটেনশনের আদেশ পাওয়া সাপেক্ষে তাদেরকে জেল কারাগারে প্রেরণ করা হবে।

এলাকাবাসীর অভিযোগ এরা দুজন বিএনপির সাবেক এমপি গিয়াসউদ্দীন এর ছত্রছায়ায় থেকে ৫ ই আগষ্ট এর পর থেকেই চাঁদাবাজি করে আসছে। আরেক সন্ত্রাসী ২নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও বিএনপি বহিষ্কৃত নেতা ইকবাল এর চাঁদাবাজি ও জমি জবরদখল এর অত্যাচারে  সিদ্ধিরগঞ্জ বাসি অতিষ্ঠ হয়ে পড়েছে। তারই পরিপ্রেক্ষিতে এই বিশেষ অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করা হয়।

আরও খবর

Sponsered content