অপরাধ

চাঁদাবাজী নিয়ে লাইভ করায় সাংবাদিককে গলা কেটে হত্যার ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তীব্র ক্ষোভ প্রকাশ

  প্রতিনিধি ৭ আগস্ট ২০২৫ , ৫:৫৭:০৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

আজ ০৭ জুলাই সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তায় প্রকাশ্য দিবালোকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। বিকালেই তিনি গাজীপুর চৌরাস্তায় ফুটপাতে চাঁদাবাজি নিয়ে লাইভ করেছিলেন। সন্ধ্যায় তাকে নির্মমভাবে হত্যা করা হলো। দেশের চাঁদাবাজরা কত নৃশংস ও বেপরোয়া হয়ে উঠেছে তার আরেকটি ভয়ংকর দৃষ্টান্ত এটা। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ জানাচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান ঘটনার পরপরই এক বিবৃতিতে এই ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেন।

তিনি বলেন, ফুটপাতে কারা চাঁদাবাজি করে তা সবাই জানে। এই হত্যাকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততা স্পষ্ট। অবিলম্বে এদের গ্রেফতার করতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে।

গাজী আতাউর রহমান বলেন, গতকাল গাজীপুরেই সদর থানার কাছে আনোয়ার হোসেন নামের আরেকজন সাংবাদিকদের সাথে নির্মমতা করেছে সন্ত্রাসীরা। প্রশাসন সেই ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলে তুহিনকে এমন নৃশংসভাবে জীবন দিতে হয় না। সরকারের আচরনে মনে হচ্ছে দেশে সন্ত্রাস ও চাঁদাবাজদের কাছে তারা অসহায়।

আমরা দাবী জানাচ্ছি, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তি ও সংগঠনকে সরকার অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে।

আরও খবর

Sponsered content