জাতীয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা নাম পরিবর্তন করে নতুন নাম ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী

  প্রতিনিধি ২৪ জুন ২০২৫ , ১১:০৯:৪৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১০১তম সিন্ডিকেট সভায় একমাত্র ছাত্রী হলের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত (সিদ্দান্ত-১২) গৃহীত হয়েছে। হলের নতুন নাম ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’ রাখা হয়েছে

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১০১তম সিন্ডিকেট সভায় ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’-এর নাম পরিবর্তন করে ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’ রাখা হলো।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর খুলে ফেলা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের নামফলক। এসময় নতুন নাম হিসেবে ‘নওয়াব ফয়জুন্নেসা এসময় হল’, ‘ফেলানী ছাত্রী হল’, ‘মাহমুদা স্মৃতি হল’, ‘রিয়া গোপ ছাত্রী হল’ নাম রাখার প্রস্তাব দেন শিক্ষার্থীরা।

আরও খবর

Sponsered content