প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ৩:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২, ২০২৫, ৮:৩৪ পূর্বাহ্ণ
জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান অসুস্থ লাইফ সাপোর্টে হাসপাতালে
মহসিন শামিম
জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান অসুস্থ দেশের একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তার চিকিৎসা চলছিল তার। এবার তাকে স্থানন্তরিত করা হয়েছে পিজি হাসপাতালে।সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রীর ছেলে নিশাত রহমান মনি। জানিয়েছেন, শেষ চেষ্টা হিসেবে ডাক্তাররা তাকে লাইফ সাপোর্টে রেখেছেন। মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।গেল ডিসেম্বরের শুরুতে জ্বরে আক্রান্ত হন অঞ্জনা। জ্বর না কমলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কয়েকটি পরীক্ষার পর রক্তের সংক্রমণ ধরা পড়ে। তবে অসুস্থতার কথা অঞ্জনা জানাতে চাননি।এ নিয়ে সংবাদমাধ্যমকে অঞ্জনাপুত্র বলেছিলেন, ‘আমার আম্মুই চাননি তার অসুস্থতার কথা কাউকে কিছু বলি। উনি ভেবেছিলেন, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। অযথা নিজের অসুস্থতার কথা জানিয়ে কাউকে দুশ্চিন্তায় ফেলতে চাননি।’ঢালিউডে অঞ্জনার পথচলা শুরু ১৯৭৬ সালে। ‘দস্যু বনহুর’ নামের একটি সিনেমার মাধ্যমে খুলেছিলেন ক্যারিয়ারের খাতা। আর পেছনে তাকাতে হয়নি। সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন। দুই বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিন শতাধিক সিনেমা রয়েছে তার।
Copyright © 2025 আমাদের জাগরন. All rights reserved.
প্রিন্ট করুন
সেভ করুন