রাজনীতি

জুলাই অপরাধীদের তালিকা না দেয়াও অপরাধ

  প্রতিনিধি ৩০ জুন ২০২৫ , ৫:৪০:৩০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, জুলাই অপরাধীদের তালিকা না দেয়াও অপরাধ। সেই অপরাধের দায় নিয়ে ৩৬ জুলাই পালিত হলে ইতিহাস শিক্ষার্থীদের সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপির কাউকে ক্ষমা করবে না। ৩০ জুন ২৭/৭ তোপখানা রোডস্থ কার্যালয়ের বিজয় মিলনাতনে ৩০ জুন বিকেলে অনুষ্ঠিত ‘ঁজুলাই অপরাধীদের তালিকা না দেয়ার কারণ ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নতুন দল গঠনের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা নব্য ফ্যাসিজমের পথে এগিয়ে চলছে। যে কারণে আজ জুলাইযোদ্ধাদের তালিকা দিলেও জুলাই অপরাধীদের তালিকা না দিয়ে জাতির সাথে প্রতারণা করছে। এই প্রতারণার কারণে অদূর ভবিষ্যতে চরম খেসারত তাদেরকে দিতে হবে। কেননা, জনগণকে বোকা বানানো গেলেও ইতিহাসকে কখনো কেউ বোকা বানাতে পারেনি। যে কারণে যুগে যুগে কালে বিজয় আর পরাজয়ের মূল ঘটনা প্রজন্মের পর প্রজন্ম জেনেছে এবং শিখেছে এই ইতিহাস থেকেই। অতএব, খুব দ্রুত জুলাই অপরাধীদের তালিকা প্রকাশ ও বিচার কাজ সম্পাদনের জন্য নতুন কমিশন গঠন করাটা হবে বুদ্ধিমানের কাজ।

সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব মনির জামান, সদস্য হরিদাস সরকার প্রমুখ।

আরও খবর

Sponsered content