নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া এখনো সুস্পষ্ট নয় এবং এটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আরও আলোচনা প্রয়োজন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ২৩তম দিনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, “এই সনদ বাস্তবায়নে দুই বছর সময় দেওয়া হলে আমরা তা প্রত্যাখ্যান করব। বিষয়টি দ্রুত বাস্তবায়ন করতে হবে।”
তিনি আরও বলেন, কমিশনের প্রস্তাব অনুযায়ী রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদের উচ্চকক্ষের ১০০ সদস্য মনোনীত হওয়ার যে পরিকল্পনা রয়েছে, এনসিপি তা সমর্থন করে। তার মতে, এতে সমাজের চিন্তাশীল ও যোগ্য ব্যক্তিরা উচ্চকক্ষে আসার সুযোগ পাবেন, যারা নিম্নকক্ষের ভুল-ভ্রান্তি তুলে ধরতে পারবেন। এ ব্যবস্থায় চেক অ্যান্ড ব্যালেন্স বজায় থাকবে এবং একটি বহুদলীয়, প্রতিনিধিত্বশীল কাঠামো গড়ে উঠবে।
ব্রিফিংয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিনও উপস্থিত ছিলেন।