
ডেমরা ( ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় র্যাব -১০ এর অভিযানে ৪৬.৫ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার গাজার মূল্য আনুমানিক ১৪ লক্ষ টাকা। গ্রেফতার ওই নারীর নাম নাম শিল্পী আক্তার (৩৮)। গত বুধবার (৬ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা থানাধীন বামৈল এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় গাঁজার পাশাপাশি মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ২ লক্ষ টাকাও জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার শিল্পী আক্তারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার সাবিয়া রামপুর এলাকায়। সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
র্যাব আরও জানায়, শিল্পীর বিরুদ্ধে ইতিপূর্বেও একটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে নতুন করে একটি মাদক মামলা দায়ের করে ডেমরা থানায় থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।