জাতীয়

ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের নামফলক খুলে নিয়ে আসে।

  প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৫ , ১২:২০:১৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষে চলাকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে হামলা চালিয়ে কলেজটির নামফলক খুলে নিয়ে আসে।সংঘর্ষ থামাতে এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

প্রথমে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সিটি কলেজে গিয়ে হামলা চালায়। এসময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে হামলা চালিয়ে কলেজটির নামফলক খুলে নিয়ে আসে। তবে ঠিক কী কারণে এই হামলা ও ভাঙচুরের ঘটনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

এর আগে গতকাল ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে সিটি কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনা ঢাকা কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে৷

আরও খবর

Sponsered content