নিজস্ব প্রতিবেদক:
তিন দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং একাধিক বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা শাহবাগের মূল সড়কে অবস্থান নেন, ফলে আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
তাদের তিনটি প্রধান দাবি হলো -
১. ইঞ্জিনিয়ারিংয়ের নবম গ্রেডের (সহকারী প্রকৌশলী বা সমমান) পদে নিয়োগের ক্ষেত্রে সবাইকে নিয়োগ পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং হতে হবে। কোটাভিত্তিক বা অন্য নামে সমমান কোনো পদ সৃষ্টি করে পদোন্নতি দেওয়া যাবে না।
২. দশম গ্রেডের (উপসহকারী প্রকৌশলী বা সমমান) পদে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বরাদ্দ ১০০% কোটা বাতিল করে, এই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ‘ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং’ নির্ধারণ করতে হবে এবং বিএসসি বা এমএসসি ডিগ্রিধারীদেরও আবেদন করার সুযোগ দিতে হবে।
৩. বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ নামের আগে বা পরে ‘ইঞ্জিনিয়ার’ শব্দ ব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।
এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৩টার দিকে বুয়েট শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। পরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দেন। প্রায় সাড়ে চার ঘণ্টা অবরোধ শেষে রাত ৮টার দিকে তারা সড়ক ছেড়ে চলে যান। ওই দিন রাজধানীর আরও দুটি স্থানে—বনানীতে পোশাক শ্রমিক এবং গাবতলীর টেকনিক্যাল মোড়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পৃথক দাবিতে সড়ক অবরোধ করেন। ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট তৈরি হয়।
বুধবারের কর্মসূচিতেও শাহবাগসহ আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।
আন্দোলনরত বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ বলেন, “তারা তিন দফা দাবি আদায়ে প্রাথমিকভাবে শাহবাগ অবরোধ করেছেন। দাবি আদায়ে সেখান থেকে তারা অন্যদিকেও যেতে পারেন।