প্রতিনিধি ১১ আগস্ট ২০২৫ , ১২:৩২:৪৯ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন। সফরে অভিবাসন ও বিনিয়োগ হবে মূল আলোচ্য বিষয়, পাশাপাশি প্রতিরক্ষা ও জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
রোববার ১১ আগস্ট, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দুপুরে ঢাকা থেকে যাত্রা শুরু করবেন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ায় পৌঁছানোর পর তাকে গার্ড অব অনার ও আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে।
আগামীকাল মঙ্গলবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার একান্ত বৈঠক এবং পরে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা হবে। বৈঠকে নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগ, শ্রমিকদের কল্যাণ নিশ্চিতকরণ, বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিস্তৃত বিষয়ে সহযোগিতার আলোচনা হবে।
প্রেস সচিব বলেন, “মালয়েশিয়া আমাদের জনশক্তি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। আমরা চাই, তারা আমাদের কাছ থেকে সর্বোচ্চসংখ্যক কর্মী নিক।”
সফরে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার বিষয়টি এবং রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের যোগদানের প্রস্তাব জোরালোভাবে উপস্থাপন করবে ঢাকা। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়াসহ আসিয়ান দেশগুলোর কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হবে।
দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন, গবেষণা ও কৌশলগত অধ্যয়নসহ পাঁচটি সমঝোতা স্মারক এবং হালাল ইকোসিস্টেম, উচ্চ শিক্ষা ও কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে তিনটি নোট বিনিময় হতে পারে। এসব অনুষ্ঠানে দুই দেশের সরকার প্রধান উপস্থিত থাকবেন।
সেদিন বিকালে প্রধান উপদেষ্টা ব্যবসায় ফোরামে যোগ দেবেন এবং পরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন।
সফরের শেষ দিন বুধবার মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান (ইউকেএম) ড. ইউনূসকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করবে। এরপর তিনি শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তৃতা দেবেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ, বিদ্যুৎ ও জ্বালানি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার গঠনের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমই গত অক্টোবরে প্রথম বাংলাদেশ সফরকারী বিদেশি সরকার প্রধান ছিলেন।