জাতীয়

দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন…প্রধান উপদেষ্টা

  প্রতিনিধি ২৭ জুলাই ২০২৫ , ২:২৭:২০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ৯টা ১৫ মিনিটে দিকে তিনি বার্ন ইনস্টিটিউটে পৌঁছান। সেখানে চিকিৎসকদের সঙ্গে তিনি বৈঠক করেন। এরপর ১০টা ২৬ মিনিটে ইনস্টিটিউট থেকে যমুনায় ফিরে আসেন তিনি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা আহতদের খোঁজ-খবর নেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

 ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে

আরও খবর

Sponsered content