সারাদেশ

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ দগ্ধদের স্বজনরা,এলাকাবাসীর মানববন্ধন মহাসড়ক অবরোধ

  প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৫ , ৫:১৯:২৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক নারায়নগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পূর্ব পাইনাদি এলাকায় জাকির খন্দকার ভিলা নামের বাড়িতে তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই বাড়ির দুটি পরিবারের ০৯ জন অগ্নিদগ্ধের ঘটনাকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের কারণে দুর্ঘটনা আখ্যা দেয়া জেলা প্রশাসনের কর্মকর্তাদের কেউ ঘটনাস্থল পরিদর্শন না করা এবং দগ্ধদের সরকারীভাবে সুচিকিৎসার ব্যবস্থা না করার প্রতিবাদে দগ্ধদের স্বজন ও এলাকাবাসী মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে।
মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেছে তারা৷ দুপুর ১২ টায় পাইনাদি পূর্বপাড়া থেকে ব্যানারসহ মিছিল নিয়ে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের শিমরাইলে এসে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ  কর্মসূচি পালন করেন।
পাশাপাশি দুপুর সোয়া ১২ টা থেকে পৌনে ১ টা পর্যম্ত আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখার ফলে ঢাকাগামী লোকাললেনে সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়৷
মানববন্ধনে বক্তারা বলেন, আদমজী ফায়ার সার্ভিসের  সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ মিরন মিয়া তদন্ত না করে প্রকৃত ঘটনা আড়াল করে ভুল তথ্য সাংবাদিকদের কাছে উপস্থাপন করেছে৷ ঘটনার তিনদিন পর তিতাস গ্যাসের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ওই বাড়ির দুটি কক্ষে গ্যাসের লিকেজ পেয়েছেন৷ ঘটনার পর থেকে বাড়ির মালিক জাকির হোসেনও দগ্ধদের চিকিৎসার জন্য এগিয়ে আসেনি পালিয়ে রয়েছেন।
বিষ্ফোরণে নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হয়ে হাসপাতালে থাকা বৃদ্ধা তাহেরা বেগম (৬৫) এবং তার মেয়ের ঘরের ছেলে রাইয়ান মারা গেছেন। অন্য ৭ জনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
বক্তারা বলেন, ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও নারায়ণগঞ্জ  জেলা প্রশাসনের কেউ পরিদর্শনে আসেনি, দগ্ধদের পাশে দাঁড়ানি৷ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কোন কর্মকর্তাও আসেনি৷
তারা বিষ্ফোরণের সুষ্ঠু তদন্ত দাবি করে দগ্ধদের সুচিকিৎসা নিশ্চিতকরণের দাবি জানান। এবং সেই সাথে তিতাস গ্যাসের লাইনের উপর অবৈধভাবে নির্মিত বাড়ির মালিককে অবিলম্বে গ্রেপ্তার ও তার ফাঁসির দাবি জানান৷ কারণ ওই বাড়িতে আরো দুবার গ্যাসের লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনার পরও কোন ব্যবস্থা নেয়নি।
মানববন্ধনে বক্তব্য রাখেন আবুল কালাম, নুর হোসেন, রাসেল, সেলিম, মোঃ বশির, হুমায়ুন ও আমজাদ হোসেন প্রমুখ।

আরও খবর

Sponsered content