অপরাধ

নরসিংদীতে বন্ধুর হাতে বন্ধু খুন, গ্রেপ্তার ২

  প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৫ , ৪:৩৮:২৩ প্রিন্ট সংস্করণ

ওমর ফারুক রনি মাধবী নরসিংদী:
নরসিংদীতে কাপড়ের দোকান কর্মচারী মোজাম্মেল মিয়া (২০) কে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রবিবার (২৪ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পিবিআই নরসিংদীর পুলিশ সুপার এস.এম. মোস্তাইন হোসেন।
এর আগে ২১ আগস্ট কুমিল্লার শাসনগাছা ও ঢাকার যাত্রাবাড়ি থানা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- সদর থানার হাজীপুর এলাকার হযরত আলীর ছেলে কাউসার (২০) ও তার সহযোগী রায়পুরা থানার রাধাগঞ্জ এলাকার আবুল কাশেম এর ছেলে রাকিব মিয়া (২৫)।
গ্রেফতারকৃত রাকিব আদালতে দেওয়া জবানবন্দীতে মোজাম্মেলকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন পিবিআই নরসিংদীর পুলিশ সুপার এস.এম. মোস্তাইন হোসেন।

পুলিশ সুপার এস. এম. মোস্তাইন হোসেন বলেন, রায়পুরার চরসুবুদ্ধি এলাকার চাঁন মিয়ার ছেলে ও নরসিংদী সদরের হাজীপুর এলাকার ভাড়াটিয়া হত্যার স্বীকার মোজাম্মেল মিয়া (২০) নরসিংদী পৌরসভা মোড় সংলগ্ন সিএন্ডবি রোডের চৌধুরী মার্কেটের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন। আসামি কাউসার একই মার্কেটের আরেকটি কাপড়ের দোকানে কর্মচারী। গত ১৮ আগস্ট মার্কেটে দুপুরের খাবার শেষে দুষ্টুমি করার সময় কাউসারের মোবাইলে পানির ছিটা পড়ে। এসময় তার মোবাইল নষ্ট হয়েছে বলে জরিমানা দাবি করে। এ নিয়ে দুইজনের মধ্যে তর্কবিতর্ক হয়।

এই জেরে গত বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মোজাম্মেল মিয়া বাড়ি থেকে বের হলে কথা আছে বলে হাজীপুর নয়াপাড়া তালতলা মাঠ সংলগ্ন স্বপনের বাড়ির সামনে নিয়ে যায় কাউসার। সেখানে পরিকল্পিতভাবে মোজাম্মেল মিয়াকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের পিতা চাঁন মিয়া বাদী হয়ে মামলা করেন। পরে পিবিআই এর একটি দল কুমিল্লা ও ঢাকার যাত্রাবাড়ি হতে দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

আরও খবর

Sponsered content