প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৫ , ৬:০২:৪৮ প্রিন্ট সংস্করণ
আ জা আন্তর্জাতিক ডেক্স:
নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, তবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর কোনো ব্যক্তিগত হামলার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।
রোববার (২৪ আগস্ট) নিউইয়র্ক কনস্যুলেটে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে উপস্থিত হন উপদেষ্টা মাহফুজ আলম। অনুষ্ঠানে তিনি স্বাভাবিকভাবে অংশগ্রহণ করেন এবং নির্বিঘ্নে অনুষ্ঠান শেষ করে বেরিয়ে যান বলে জানান প্রেস মিনিস্টার।
গোলাম মোর্তোজা বলেন, “মাহফুজ আলম সম্পূর্ণ স্বাভাবিকভাবে প্রোগ্রামে অংশ নিয়েছেন এবং প্রোগ্রাম থেকে বের হয়েছেন। তার ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি।”
তবে কনস্যুলেট ভবনের গ্লাসের দরজায় লাথি মেরে ভাঙচুর করা হয়। তিনি দাবি করেন, “আওয়ামী ফ্যাসিস্টরাই এই হামলা করেছে। ওরা দেশে যা করে, এখানেও তাই করেছে। কনস্যুলেটের মূল দরজা, যা গ্লাসের, সেটা লাথি মেরে ভেঙে ফেলা হয়েছে এবং প্রচুর গালাগালি করা হয়েছে।”
প্রেস মিনিস্টার জানান, হামলাকারীরা অনুষ্ঠানের শুরু থেকেই কনস্যুলেটের বাইরে অবস্থান করছিল এবং প্রতিবাদ করছিল। তাদের অভিযোগ ছিল, প্রবাসী ছাত্রদের যারা জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় ছিলেন, তাদের প্রোগ্রামে যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হয়নি।
এ বিষয়ে তিনি বলেন, “ওরা স্টুডেন্টদের ওপর ক্ষুব্ধ ছিল, ডিম ছুঁড়েছে, অপমান করেছে।”
তবে সব কিছু সত্ত্বেও অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং মাহফুজ আলম নিরাপদে অনুষ্ঠান ত্যাগ করেছেন বলে জানান প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা। হামলাকারীদের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তদন্ত বা শনাক্তের তথ্য পাওয়া যায়নি।