বিনোদন

টাঙ্গাইলে নিশোর নিজ এলাকায় নতুন ছবি উপভোগ করবেন না তারা…? 

  প্রতিনিধি ৮ মে ২০২৫ , ১:৩৬:১১ প্রিন্ট সংস্করণ

আ জা ডেক্স :

আফরান নিশোর জন্মস্থান টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায়। এ কারণে তার ছবি নিয়ে সেখানকার দর্শকের উন্মাদনায় আবেগের প্রাধ্যান্য বেশি। তবে সেখানে কোনো সিনেমা হল নেই। তাই বলে কি নিজ এলাকার সন্তানের নতুন ছবি উপভোগ করবেন না তারা…?

এই আফসোস ঘোচাতে স্থানীয় কয়েকজন নিজ উদ্যোগে উপজেলা কমপ্লেক্স ভাড়া করে নিশোর ‘দাগি’ প্রদর্শনের আয়োজন করেন। গেল ২ মে প্রদর্শনী শুরু হয় সেখানে। সাত দিনের দিন জানা গেল নিশোর জন্মস্থানে ভালো যাচ্ছে না ‘দাগি’। খবরটি নিশ্চিত করেছেন আয়োজকদের একজন হাদি চকদার।

তিনি বলেন, ‘বেশি ভালো যাচ্ছে না ছবিটি। প্রতিদিন চারটি করে শো চালানোর কথা থাকলেও দর্শক কম বলে সেটি সম্ভব হচ্ছে না। দুই-তিনটা করে চালানো হচ্ছেন। আগামীকাল শেষ দিন।’
ভূঞাপুরে ‘দাগি’ মুখ থুবড়ে পড়ার বেশ কয়েকটি কারণ দেখছেন হাদি। তার কথায়, ‘এক মাস হলো ছবিটি মুক্তি পেয়েছে। আমাদের আনতে অনেক দেরি হয়েছে। তাছাড়া ঈদের ছুটি শেষ।কর্মজীবীরা সব চলে গেছেন। এখন ধান কাটার মৌসুম। সবাই কাজে ব্যস্ত। পাশাপাশি এসএসসি পরীক্ষা চলছে। এসব কারণেই ভালো গেল না।’

গেল বছর মুক্তিপ্রাপ্ত নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ একইভাবে প্রদর্শন করা হয় ভূঞাপুরে। সেসময় তাদের উদ্যোগকে সাধুবাদ জানাতে অভিনেতা নিজে উপস্থিত হয়েছিলেন সেখানে। তবে এবার যাননি। হাদি বলেন, ‘নিশো ভাই এবার আসেননি। উনি ব্যস্ত আছেন। সম্ভবত। সেকারণেই সময় দিতে পারেননি এবার।’

ভূঞাপুর স্বাধীনতা কমপ্লেক্সের দোতলায় ৭ দিনব্যাপী প্রদর্শিত হবে আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমা। এখানে প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। আগামীকাল ৯ মে ভূঞাপুরে ‘দাগি’ র শেষদিন।

আরও খবর

Sponsered content