প্রচলিত আইন অনুযায়ী, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদনকারী দলকে একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি, দেশের অন্তত এক-তৃতীয়াংশ জেলার কমিটি, এবং ১০০টি উপজেলা কমিটি থাকতে হয়। এসব কমিটিতে কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণও প্রয়োজন। অতীতে দলটির কেউ সংসদ সদস্য থাকলে বা জাতীয় নির্বাচনে কমপক্ষে পাঁচ শতাংশ ভোট পেয়ে থাকলে, সেটিও নিবন্ধনের যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।

এছাড়া নিবন্ধনের আবেদন করতে গিয়ে আরও কিছু নির্দিষ্ট নিয়মনীতি মানা বাধ্যতামূলক, যা মূলত প্রাথমিক বাছাইয়ের সময় খতিয়ে দেখা হয়।
নিবন্ধন প্রক্রিয়ার ধারাবাহিকতায় প্রথম ধাপে আবেদন যাচাই করা হয়, এরপর মাঠপর্যায়ে যাচাই-বাছাই করে কমিশন একটি তালিকা প্রকাশ করে, যেখানে আপত্তি জানাতে সুযোগ দেওয়া হয়। কোনো আপত্তি উঠলে শুনানির মাধ্যমে তা নিষ্পত্তি করা হয়। আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলকে নিবন্ধন সনদ দেয় নির্বাচন কমিশন।
উল্লেখ্য, নিবন্ধিত না হলে কোনো রাজনৈতিক দল নিজস্ব প্রতীক ব্যবহার করে নির্বাচনে অংশ নিতে পারে না।