সারাদেশ

নির্বাচনে ব্যবস্থা জনগণের আস্তা ফিরিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ…সিইসি

  প্রতিনিধি ৯ আগস্ট ২০২৫ , ৯:২৮:১৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক রংপুর :

নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনর্গঠন এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, ভোটারদের কেন্দ্রে আনা একটি বড় কাজ, আর এ জন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে।

শনিবার (০৯ আগস্ট) সকালে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, “আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা একটি বড় চ্যালেঞ্জ। তবে নির্বাচনের সময় ঘনিয়ে এলে পরিস্থিতির উন্নতি হবে।

তিনি আরও জানান, গত নির্বাচনে যারা প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্বে থেকে সমস্যা তৈরি করেছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নাসির উদ্দিন আশ্বাস দিয়ে বলেন, “আগামী নির্বাচনে নির্বাচন কমিশন কারও পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। ১৮ কোটি মানুষের হয়ে কাজ করবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

আরও খবর

Sponsered content