বৈঠকে দুদেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপসহ মোট পাঁচ থেকে ছয়টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া বিকেল বা সন্ধ্যায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।
দুই দিনের সফরে গত শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান ইসহাক দার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
এদিন ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াত ও বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সার্ক কার্যকর, আসন্ন নির্বাচন, প্রতিরক্ষা সহযোগিতা এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বিষয়েও আলোচনা হয়।