আন্তজার্তিক

ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ত্রাণ পৌঁছে দিয়েছে ইন্দোনেশিয়াসহ সাতটি দেশ

  প্রতিনিধি ২০ আগস্ট ২০২৫ , ৪:১১:১৯ প্রিন্ট সংস্করণ

আ জা আন্তর্জাতিক ডেক্স:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ পৌঁছে দিয়েছে সাতটি দেশ, যার মধ্যে রয়েছে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়াও।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বুধবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে জানায়, ইন্দোনেশিয়ার পাশাপাশি জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স ও সিঙ্গাপুরের মোট ১৫৪টি প্যালেট ত্রাণ গাজায় ফেলা হয়েছে। প্রতিটি প্যালেটে কয়েকশ কেজি খাদ্যপণ্য রাখা থাকে।

ইন্দোনেশিয়া এবং দখলদার ইসরায়েলের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

গাজার মানবসৃষ্ট দুর্ভিক্ষ শুরু হওয়ার পর আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করে। এর প্রভাবেই ২৬ জুলাই থেকে ইসরায়েল বিমান থেকে ত্রাণ ফেলার অনুমতি দেয়। এর আগে টানা দুই মাস গাজায় কোনো শস্য প্রবেশ করতে পারেনি, যার ফলে মানুষ খাদ্য সংকটে পড়েছিল। অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা এতটাই বেড়ে যায় যে, রাতারাতি শত শত মানুষ ক্ষুধার্ত হয়ে পড়ে। ইতিমধ্যেই কমপক্ষে ৩০০ জন অনাহারে মারা গেছে।

যদিও বিমান থেকে ত্রাণ ফেলা হয়েছে, তা স্থানীয় মানুষের চাহিদা মেটাতে যথেষ্ট নয়। ত্রাণের প্যালেট পড়ার সময় কয়েকজন নিহত হয়েছেন এবং মানুষকে দৌড়াদৌড়ি করতে দেখা গেছে, যা মানবাধিকারের লঙ্ঘন হিসেবে গণ্য করা হচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ২৪ জুলাই থেকে এখন পর্যন্ত মোট ৪১৫ টন ত্রাণ বিমান থেকে গাজার জন্য ফেলা হয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল।

আরও খবর

Sponsered content