প্রতিনিধি ২০ আগস্ট ২০২৫ , ১:৫৮:৪৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার কেরানীগঞ্জে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আগামী শুক্রবার ২২ আগস্ট বিকেলে জিনজিরা ঈদগাহ মাঠে পাল্টাপাল্টি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে দলটির ভিন্ন দুই পক্ষ। কর্মসূচি সংঘাতের আশঙ্কায় আইনশৃঙ্খলাবাহিনী কড়া নজরদারি করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ২২শে আগস্ট যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি হাজি রেজাউল কবীর পল একপক্ষের নেতৃত্বে থাকলেও, অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী।
কর্মসূচি ঘোষণা হতেই দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। রেজাউল কবীর পলের অফিস সেক্রেটারি মো. তারিফুর রহমান বলেন, আমরা ২২ আগস্ট বিকেলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করেছি। জিনজিরা ঈদগাহ মাঠের সভাপতি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কেরানীগঞ্জ মডেল থানাকে বিষয়টি জানিয়েছি। অথচ একই সময়ে নিপুণ রায় চৌধুরী ও গয়েশ্বর চন্দ্র রায় আমাদের সঙ্গে কোনো অনুমতি নিয়ে নয়, একই স্থানে প্রোগ্রামের ঘোষণা দিয়েছেন। তবুও আমরা মাঠে অনুষ্ঠান করবো।
হাজি রেজাউল কবীর পল নিজেই বলেন, একটি আসনে একাধিক প্রার্থী মনোনয়ন চাইতে পারে। যেকোনো মনোনয়ন প্রত্যাশী যে কোনো স্থানে প্রোগ্রাম করতে পারে। আমাদের দোয়া ও মিলাদ আয়োজনকে কেন্দ্র করে তাদের মাথা খারাপ হয়ে গেছে। একই দিনে তারা অনুষ্ঠান করার হুমকি দিচ্ছেন, যা কেরানীগঞ্জের পরিবেশ নষ্ট করছে।
অন্যদিকে, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু জানিয়েছেন, দুই পক্ষই জিনজিরা ঈদগাহ মাঠে সমাবেশ করার জন্য আবেদন করেছে। ২২ আগস্ট আমরা সতর্ক অবস্থানে থাকব, যাতে কোনো সহিংসতা না হয়।
কর্মসূচি সংক্রান্ত বিষয় নিয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়াকে একাধিকবার কল করা হলেও পাওয়া যায়নি।