অপরাধ

বিকৃত যৌনচার,ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয়ার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ

  প্রতিনিধি ১ মে ২০২৫ , ৫:৫৬:৪৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিকৃত যৌনচার ও ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলি। বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় ভাটারা থানা পুলিশ।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায় দুই নারী চাবুক দিয়ে পেটাচ্ছেন এক পুরুষকে। চাবুক ছাড়াও আঘাত করা হয় নানাভাবে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বিডিএসএম নামে বিকৃত যৌনচার চালিয়ে আসছে একটি চক্র। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এমন কর্মকাণ্ড চলছে বলে জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় বিশেষ ধরনের পোশাক, একটি চাবুক, হাই-হিল ও বুটসহ যৌন কর্মকাণ্ডে ব্যবহৃত নানা সামগ্রী।

ভাটারা থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তার দুই নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় হল অভিযানে ছাত্রের কক্ষ থেকে গাঁজা ও গুলির খোসা উদ্ধার

পূর্ব শত্রুতার জেরে বড় চাচাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে ভাতিজা, বিচারের দাবী স্থানীদের

কথিত  সাংবাদিক রিয়াজ শশুর বাড়ির টাকা আত্মসাৎ করে হুমকি দিয়ে যাচ্ছে ভুক্তভোগীদের অভিযোগ উঠেছে 

মুধুখালী রূপগঞ্জ পুলিশ হাউজিং এলাকায় মাদক,ছিনতাইকারী,ডাকাত আতংকে অতিষ্ঠ পথচারী এলাকাবাসী..!

ডেমরায়  অভ্যন্তরীণ রাস্তা বন্ধ করা নিয়ে এলাকাবাসী দুই পক্ষের সংঘর্ষ: নারীসহ আহত অন্তত ১০

রূপগঞ্জে বয়োবৃদ্ধর চিকিৎসার ব্যয় বহন নিয়ে হাসপাতালে দু সংসারের লোকজনের মারামারি, সত্য গোপন রেখে সাংবাদিক রিয়াজের মিথ্যাচার

Sponsered content