বিজয় বলেন, সিংহ সবসময় সিংহই থাকে। সে একবার গর্জন করলে আট কিলোমিটার দূর পর্যন্ত প্রতিধ্বনি শোনা যায়। জঙ্গলে যত শিয়ালই থাকুক, রাজা সবসময় সিংহই থাকে। সিংহ শিকারের জন্য বেরোয়, বিনোদনের জন্য নয়। সিংহ একাই শিকার করে। বনে যতই শেয়াল থাকুক না কেন, রাজা কিন্তু একটাই- সিংহ।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বক্তব্যের মাধ্যমে বিজয় পরোক্ষভাবে প্রধানমন্ত্রী মোদিকে ইঙ্গিত দিয়েছেন এবং নিজের জনপ্রিয়তা ও নেতৃত্বের আত্মবিশ্বাস প্রদর্শন করেছেন।
বিজয় আরও স্পষ্টভাবে জানিয়েছেন, ২০২৬ সালের নির্বাচনে তার দল তামিলগা ভেট্রি কাজগম (টিভিকে) কারও সঙ্গে জোট করবে না। তিনি বলেন, আমাদের একমাত্র আদর্শিক শত্রু বিজেপি এবং রাজনৈতিক শত্রু ডিএমকে। টিভিকে কোনো সুবিধাভোগীর দল নয়। তেমন কারো সঙ্গে আমরা জোটবদ্ধ হবো না।
রাজনীতিতে প্রবেশের মাত্র প্রথম ধাপে হলেও বিজয়ের আত্মবিশ্বাসী বক্তব্য তার রাজনৈতিক প্রভাবের ইঙ্গিত দিচ্ছে। অনেকের মতে, তিনি তামিলনাড়ুর রাজনীতিতে একটি শক্তিশালী তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসতে পারেন।
২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের প্রভাব এই মন্তব্য কতটা ফেলবে, তা সময়ই বলে দেবে। তামিল রাজনীতিতে সিনেমার তারকাদের প্রভাব নতুন নয় এনটি রামা রাও, জয়ললিতা, কামাল হাসানদের পর এবার থালাপতি বিজয়ও নিজস্ব ভঙ্গিতে জনমনে জায়গা করে নিচ্ছেন। সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে।