আন্তজার্তিক

ভারত ও চীন দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের তীব্র প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে

  প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৫ , ৮:০৯:৫৬ প্রিন্ট সংস্করণ

আ জা আন্তর্জাতিক ডেক্স:

যুক্তরাষ্ট্রের চাপ ও শুল্ক আরোপের মধ্যেই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারতের রাষ্ট্রীয় সফরে পৌঁছেছেন। তিন বছরের বেশি সময়ের মধ্যে এটি তার প্রথম ভারত সফর। সোমবার নয়াদিল্লিতে পৌঁছানোর পর তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। তিন দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সম্ভাব্য বৈঠকের আভাস রয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, চলতি মাসেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনে সফর করতে পারেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক পোস্টে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী দুই দিনে দিল্লিতে ভারত-চীনের বিশেষ প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

বিশ্বের দুই সর্বাধিক জনবহুল দেশ ভারত ও চীন দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের তীব্র প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। ২০২০ সালে হিমালয় সীমান্তে দুই দেশের সৈন্যদের মধ্যে সংঘটিত প্রাণঘাতী সংঘর্ষের পর সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক বাণিজ্য ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যেই বেইজিং ও নয়াদিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক মেরামতের পথে এগোচ্ছে।

ওয়াং ইর এই সফরে হিমালয় সীমান্ত দিয়ে পুনরায় বাণিজ্য চালুর বিষয়টি গুরুত্বপূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল অর্থনৈতিক নয়, প্রতীকী দিক থেকেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াং ই চীন-ভারত সীমান্ত বিষয়ক বিশেষ প্রতিনিধি। তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সীমান্ত-সংক্রান্ত ২৪তম বৈঠকে সভাপতিত্ব করবেন। ব্লুমবার্গের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, আসন্ন আলোচনায় বিতর্কিত সীমান্ত এলাকা থেকে সেনা হ্রাসের বিষয়টি গুরুত্ব পেতে পারে। বাস্তবায়িত হলে এটি দুই দেশের মধ্যে আস্থা ফেরানোর ক্ষেত্রে বড় অগ্রগতি হিসেবে গণ্য হবে।

আরও খবর

Sponsered content