অপরাধ

মিটফোর্ড সোহাগ হত্যার ঘটনায় আরও দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২৫ , ৮:৪৪:৫৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরও দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে- মো.রাজিব হোসেন ও মো. সজিব।এ নিয়ে এই হত্যার ঘটনায় মোট সাত জনকে গ্রেফতার করা হলো। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসিম উদ্দিন বাসস’কে বলেন, ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আজ সকালে ঢাকা ও ঢাকার বাইরে পুলিশ অভিযান চালিয়ে রাজিব ও সজিব নামে ২ জনকে  গ্রেফতার করেছে।

গত ০৯ জুলাই,বুধবার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়।

পরের দিন এই ঘটনায়  নিহতের বোন বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।

আরও খবর

পুলিশের সোর্স পরিচয় দিয়ে পুরো এলাকা দাপিয়ে বেড়াচ্ছে শিকদার সোনারগাঁয়ে তদন্ত ওসির নাম ভাঙ্গিয়ে তাফালিং

সাবেক ভিসি, নাজমুল আহসান কলিমউল্লাহসহ পাঁচজন দেশ ত্যাগের নিষেধাজ্ঞা

দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাঠে বাহিনীকে একগুচ্ছ নির্দেশনা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শামীম ওসমান পরিবারের বিরুদ্ধে বিটিআরসির ১২৬ কোটি টাকা ফাঁকির অভিযোগ তদন্তের নির্দেশ…হাইকোর্ট

ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় চাপাতি দেখিয়ে প্রকাশ্যে এক যুবকের ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা

সেভ দ্য রোড-২০২৪ সড়কে ঝরেছে ৬ হাজার ৪৪৪ প্রাণ,নিরাপত্তাহীন সড়ক-রেল ও নৌপথ ৩৮ হাজার ৫৪০ দুর্ঘটনায়,আহত ৩৭ হাজার ১১৩ জন

Sponsered content