জাতীয়

যমুনা সেতুর ২৪ ঘন্টা টোল আদায় হয়েছে ২ কোটি  ৭৯ লাখ টাকা 

  প্রতিনিধি ১৩ জুন ২০২৫ , ৬:৪২:১৫ প্রিন্ট সংস্করণ

পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ। এতে যমুনা সেতু  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতেই কর্মস্থলে ফিরছেন যাত্রীরা।সেই সঙ্গে বাড়ছে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণ।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল আজ ১৩ জুন,বাসসকে জানান, ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৮ হাজার ৫৩৯ টি যানবাহন পারাপার হয়েছে।

আর এতে টোল আদায় হয়েছে ২ কোটি  ৭৯ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৫৩৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী লেনে ১৬ হাজার ৩৮০টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ২৪ হাজার ২৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী লেনে ২২ হাজার ১৫৯ টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৯৫০ টাকা। যমুনা সেতু দিয়ে প্রতি মিনিটে ২৬টি যানবাহন পারাপার হয়েছে।

আরও খবর

Sponsered content