সারাদেশ

রাজশাহীতে একই পরিবারের চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন পুলিশ

  প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৫ , ১:১১:৩০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক রাজশাহী:

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় গ্রামে এক হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের চারজনকে মৃত অবস্থায় পেয়েছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কালাম পরভেজ।

নিহতরা হলেন মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) এবং আঠারো মাস বয়সী মেয়ে মিথিলা। স্থানীয়দের তথ্য অনুযায়ী, মাহিম খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

পাড়ার লোকজন জানান, পেশায় কৃষক মিনারুল পরিবারসহ মাটির ঘরে বসবাস করতেন। তিনি ঋণের চাপের মধ্যে ছিলেন বলে জানা গেছে, যদিও ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিনারুল স্ত্রী ও সন্তানদের হত্যার পর আত্মহত্যা করেছেন।

স্থানীয় বাসিন্দা আবদুল মালেক বলেন, উত্তরের ঘরে মা ও মেয়ের মরদেহ পাওয়া গেছে, আর দক্ষিণের ঘরে ফ্যানের সঙ্গে ঝুলছিল বাবা মিনারুল ও ছেলে মাহিম।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান গণমাধ্যমকে জানান, “আমরা জানতে পেরেছি মিনারুল তার স্ত্রী ও দুই সন্তানকে গামছা দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যা করেন। এরপর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।” পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু করেছে।

আরও খবর

Sponsered content