জাতীয়

রায়ের বাজারে গনকবর ১১৪ মরদেহের ডিএনএ পরীক্ষায় শনাক্ত হলে স্বজনদের কাছে হস্তার করা যাবে…উপদেষ্টা স্বরাষ্ট্র

  প্রতিনিধি ২ আগস্ট ২০২৫ , ১১:৫৩:৪৮ প্রিন্ট সংস্করণ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত হয়ে রায়েরবাজার গণকবরে সমাহিত শহীদদের মরদেহ শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নিহতদের পরিবার চাইলে মরদেহ তাদের গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে দাফনের সুযোগও থাকবে।

শনিবার ০২ আগস্ট রাজধানীর রায়েরবাজার গণকবর এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, সেখানে এখন পর্যন্ত ১১৪ জনকে কবর দেয়া হয়েছে। পরিবারের অনুরোধের ভিত্তিতে প্রতিটি মরদেহের ডিএনএ পরীক্ষা করা হবে এবং শনাক্ত হলে তা স্বজনদের কাছে হস্তান্তর করা যাবে।

তিনি আরও জানান, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এখনো চলমান। পাশাপাশি তিনি দেশের প্রধান সমস্যাগুলোর মধ্যে দুর্নীতিকে চিহ্নিত করেন এবং এ সমস্যা সমাধানে গণমাধ্যমকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।

গণকবর পরিদর্শন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন উপদেষ্টা। পরিদর্শনের আগে তিনি মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কেও খোঁজখবর নেন।

আরও খবর

Sponsered content