প্রতিনিধি ২১ আগস্ট ২০২৫ , ৪:৪৪:৩১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আগামী ২৪ আগস্ট শুরু হওয়া এ সম্মেলনে তিনি যোগ দেবেন ২৫ আগস্ট।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, রোহিঙ্গা সংকটকে বিশেষ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এই প্রেক্ষাপটে বিষয়টি আন্তর্জাতিক পরিসরে নতুনভাবে আলোচনায় আনতে তিনটি আন্তর্জাতিক সম্মেলনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর প্রথমটি ২৪ থেকে ২৬ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিত হবে। এরপর ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বৃহত্তম সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে প্রায় ১৭০টি দেশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি কাতারের দোহাতেও আরেকটি বড় সম্মেলন করার প্রস্তুতি চলছে।
প্রেস সচিব বলেন, “রোহিঙ্গারা যে মানবিক সংকটে পড়েছে, তা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা সহজ নয়। এ কারণে কক্সবাজারে অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রায় ৪০টি দেশের প্রতিনিধি ছাড়াও জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। সেখানে রোহিঙ্গারা সরাসরি তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন।”
২৪ আগস্ট বিশেষ সেশনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হবে। পরদিন ২৫ আগস্ট প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কক্সবাজারে যোগ দেবেন এবং ২৬ আগস্ট এই সম্মেলনের সমাপ্তি হবে।