অপরাধ

সাংবাদিক তুহিন হত্যার মামলার আসামি “স্বাধীন”র‍্যাবের হাতে গ্রেপ্তার

  প্রতিনিধি ৯ আগস্ট ২০২৫ , ৮:৫২:৫০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক গাজীপুর:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যা মামলায় র‍্যাবের হাতে গ্রেপ্তার স্বাধীন।

শনিবার (০৯ আগস্ট) সকালে নিজের অপরাধ স্বীকার করেছে। গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব কোম্পানি কমান্ডার কে. এম. এ. মামুন খান চিশতী এ তথ্য জানান।

তিনি বলেন, মহানগরীর শিববাড়ী এলাকা থেকে স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যপ্রযুক্তি এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। গ্রেপ্তারের পর স্বাধীন হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিয়ে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

কমান্ডার মামুন খান চিশতী জানান, তুহিন তার কর্মরত অবস্থায় এক নারীর সঙ্গে বাদশা নামের একজনের কথাকাটাকাটির ঘটনায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে বাদশা তুহিনকে থাপ্পড় মারলে স্বাধীনসহ অন্য আসামিরা ধারাল অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। তুহিন যখন ঘটনাস্থলে ভিডিও ধারণ করছিলেন, তখন আসামিরা চাপাতি দিয়ে তাকে কোপাতে থাকে এবং পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও খবর

Sponsered content