ডেমরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় শীতলক্ষ্যা নদীতে ডেমরা ফাঁড়ির নৌ -পুলিশের রাত্রীকালীন বিশেষ অভিযানে একটি বালুবাহী দ্রুতগামী বেপরোয়া গতির বাল্কহেডসহ (এমবি আল হেজাজ-১) দুই জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। গত সোমবার (১১ আগস্ট) দিনগত গভীর রাতে সুলতানা কামাল সেতুর নিচে শীতলক্ষ্যা নদী থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— ওই বাল্কহেডের সুকানি মো. কালাম মুসুল্লী (৩৫) ও মিস্ত্রি মো. সোনা মিয়া (৩৮)। তারা দুজনই বরগুনার পাথাঘাটা এলাকার বাসিন্দা। এ ঘটনায় সোমবার দিবাগত রাত ১ টার দিকে পেনাল কোডের ২৮০/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ডেমরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম জানান, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শীতলক্ষ্যা নদীতে রাত্রীকালীন বাল্কহেড চলাচল বন্ধে বিশেষ অভিযান চালানো হচ্ছিল। এ সময় কাঁচপুর থেকে আসা একটি দ্রুতগতির বালুবাহী বাল্কহেডকে থামানোর সংকেত দিলে তারা তা অমান্য করে বেপরোয়া গতিতে চালিয়ে যায়। পরে ধাওয়া করে সুলতানা কামাল সেতুর নিচ থেকে গ্রেফতার করা হয়। এ সময় এমবি আল হেজাজ-১ নামের বাল্কহেডটি (রেজি. নং এম নং-০১-৪৫৮০) জব্দ করা হয় যার আনুমান মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপরে আদালতে পাঠালে বিকালেই আদালত তাদের কারাগারে প্রেরন করে।