রাজনীতি

শেখ হাসিনার নির্দেশে শত শত মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন…মির্জা ফখরুল

  প্রতিনিধি ২২ আগস্ট ২০২৫ , ৪:১৪:৫৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত সাড়ে ১৫ বছরে ফ্যাসিস্ট দানব সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে শেখ হাসিনার নির্দেশে শত শত মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন। তিনি অভিযোগ করেন, হাসিনা সরাসরি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত। অবশ্যই তার বিচার করতে হবে।

শুক্রবার (২২ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সামনে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে ভুক্তভোগী পরিবারের সংগঠন “মায়ের ডাক” আয়োজিত মানববন্ধন ও প্রদর্শনী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপি সব সময় নিপীড়িত মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আমরা নির্বাচন চাই মূলত গুম হওয়া মানুষের পরিবারের চোখের জল মুছে দিতে এবং এসব মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে।

তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবরণ করেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহু বছর নির্বাসনে জীবন কাটাচ্ছেন। দলের ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, প্রায় ২০ হাজার নেতাকর্মী বিচারবহির্ভূত হত্যার শিকার এবং দুই হাজারের মতো নেতাকর্মী গুম হয়েছেন।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে শেখ হাসিনা এত ভয়াবহ দানব হয়ে উঠবেন তা আমরা কখনো ভাবিনি। কোনো সুস্থ মানুষও তা কল্পনা করবে না। কিন্তু গত সাড়ে ১৫ বছরে তিনি একটি ভয়াবহ রাষ্ট্রব্যবস্থা দাঁড় করিয়েছেন।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার গুম হওয়া পরিবারের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। আমরা ফ্যাসিস্টকে দূর করেছি, পরিবর্তন এসেছে, অথচ এক বছর পেরিয়ে গেলেও নিখোঁজদের বিষয়ে সরকার কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি।

বিএনপি মহাসচিব জানান, গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে আন্তর্জাতিক অঙ্গনেও প্রচেষ্টা চালানো হয়েছে, তবে কোনো সমাধান মেলেনি। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন, বিএনপি আগামী নির্বাচনে রাষ্ট্রক্ষমতায় এলে এসব পরিবারের পাশে সর্বদা থাকবেন। আমরা বহু বছর ধরে তাদের সঙ্গে আন্দোলন করেছি, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পাশে থাকব।

আরও খবর

Sponsered content