গণ মাধ্যম

সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন 

  প্রতিনিধি ৯ আগস্ট ২০২৫ , ৪:২৪:৪৬ প্রিন্ট সংস্করণ

আবুল কাশেম জামালপুর :

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আজ দুপুরে মানববন্ধন করেছে জামালপুর প্রেসক্লাব।

দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে প্রেসক্লাব রোডে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক বজলুর রহমান ও জাকারিয়া জাহাঙ্গীর।

এসময় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের ফাঁসি এবং দেশের সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

আরও খবর

Sponsered content