সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ১০৩ জনের ফ্রি সুন্নতে খাৎনা

  প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২৪ , ৯:২৯:০০ প্রিন্ট সংস্করণ

কবির হোসেন,সিদ্ধিরগঞ্জ,নারায়ণগঞ্জ:

সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ফ্রি ১০৩ জনের সুন্নতে খাৎনা করানো হয়েছে। শুক্রবার দিনব্যাপী পদ্মকুঁড়ি প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের উদ্যোগে ৬ষ্ঠতম ফ্রি সুন্নতে খাৎনার আয়োজন করা হয়। এতে এলাকার গরীব ও দুস্থ্য পরিবারের ছেলেদের ফ্রিতে খৎনা করতে পেরে খুশি।

জানা যায়, ২৭ ডিসেম্বর ২৪ সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় অবস্থিত পদ্মকুঁড়ি প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল এর উদ্যোগে প্রতি বছর ফ্রিতে সুন্নতে খৎনার আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় এবছরও ফ্রিতে সুন্নতে খৎনার আয়োজন করা হয়েছে। সকাল ৯ থেকে বিকেল ৪টা পর্যন্ত ১০৩ জনের ফ্রি সুন্নতে খাৎনা করানো হয়।

এসময় উপস্থিত ছিলেন ইলেক্ট্রোম্যাকের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, চিটাগাং বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল উদ্দিন, পদ্মকুঁড়ি প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল সভাপতি মো. ইউছুফ হোসেন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লা, পরিচালক মো. মনিরুজ্জামান মনির, পরিচালক তোফায়েল হোসেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাউয়ূম ও বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী বদিউজ্জামানসহ অত্র এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা। বিনা পয়সায় সুন্নতে খাৎনা করাতে পেরে অসহায় পরিবারগুলো পদ্মকুঁড়ি প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও খবর

Sponsered content