জাতীয়

সেনাপ্রধানের নামে ভুয়া ফেসবুক প্রোফাইল খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে…আইএসপিআর

  প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৫ , ২:১৩:৫৬ প্রিন্ট সংস্করণ

আ জা ডেক্স:

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে ভুয়া ফেসবুক প্রোফাইল খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বুধবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।আইএসপিআর জানায়, সম্প্রতি সেনাপ্রধানের নামে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেগুলো থেকে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেনাপ্রধানের কোনো ফেসবুক প্রোফাইল বা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো অ্যাকাউন্ট খোলার পরিকল্পনা নেই।

জনসাধারণ ও গণমাধ্যমকে এই ভুয়া অ্যাকাউন্টগুলোর তথ্য দ্বারা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। আইএসপিআর আরও জানায়, এ ধরনের বিভ্রান্তিকর কার্যক্রমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।

আরও খবর

Sponsered content