নিজস্ব প্রতিবেদক:
ইসলামী আন্দোলন বাংলাদেশের সভানেত্রী মিসেস নুরুল সাবিহা, সহ-সভানেত্রী কোহিনুর বেগম, সহ-সভানেত্রী জাকেরা রহমান ও সমন্বয়কারী হাফেজা বুশরা এক বিবৃতিতে ঢাকার ভিকারুননিসা স্কুল এন্ড কলেজের ইংরেজি বিষয়ক শিক্ষিকা ফজিলাতুন নাহার কর্তৃক ষষ্ঠ শ্রেণির ২২ জন শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং শিক্ষিকাকে আইনের আওতায় নেয়ার দাবি জানান।
আজ ২৫ আগস্ট'২৫ এক বিবৃতিতে নেত্রীরা আরো বলেন, হিজাব পরা একজন শিক্ষার্থীর ধর্মীয় ও সাংবিধানিক মৌলিক অধিকার । একজন শিক্ষিকা ইসলাম এর অমোঘ বিধান পর্দা ও হিজাবকে কটাক্ষ করে শিক্ষার্থীদের সাথে আপত্তিকর ল্যাংগুয়েজ ব্যবহার করা, জঙ্গি সম্বোধন করা এটি ফ্যাসিবাদি মানসিকতার পরিচায়ক। ২৪ পরবর্তী বাংলাদেশে আওয়ামী কালচার দেশবাসী দেখতে চায় না। তাঁরা আরও বলেন, উক্ত শিক্ষিকা স্কুলের ড্রেস কোড পরিপালন এর অযুহাতে ইসলামের ড্রেস কোড অবজ্ঞা ও কটাক্ষ করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। শিক্ষার্থীদের তিনি মাদ্রাসার ছাত্রী বলে কটাক্ষ করেছেন,যা একজন শিক্ষিকার জন্য বেমানান ও ইসলাম বিরোধিতার প্রকৃষ্ট উদাহরণ।
তার উচিত ছিল শিক্ষার্থীদের শালীনতা ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দেয়া, অথচ ক্লাসে পাঠদানের পরিবর্তে অপ্রাসঙ্গিক ও ইখতিয়ার বহির্ভূত বিষয়ের অবতারণা করেছেন।
এ বিষয়ে এমন ব্যবস্থা গ্রহণ করতে যাতে আর কোথাও এ জঘন্য ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।