শিক্ষা-সাহিত্য

শ্রীনগর আদর্শ কলেজের বিদ্যোৎসাহী সদস্য হলেন আওলাদ হোসেন উজ্জ্বল

  প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৪ , ৫:৪১:৩৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক মুন্সিগন্জ :

শ্রীনগর আদর্শ কলেজ পরিচালনা কর্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে এডহক কমিটি গঠন করা হয়েছে। ৫ সদস্যের এই কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য

হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ ও চলচ্চিত্র প্রদর্শক আওলাদ হোসেন উজ্জ্বল।

রোববার (৩ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো. আবদুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এডহক কমিটি গঠনের তথ্য জানানো হয়।

এই কমিটিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খানকে সভাপতি করে দাতা ও হিতৈষীদের মধ্য থেকে একজন, প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্য থেকে একজন এবং কলেজের অধ্যক্ষকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে অনূর্ধ্ব ছয় মাস। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/ শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস চ্যন্সেলর এ মনোনয়ন যেকোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।

আরও খবর

Sponsered content