জাতীয়

সরকারকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে ছাত্র অধিকার পরিষদ

  প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৪ , ৪:২৫:২৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক :

সরকারি চাকরির আবেদন ফি কমিয়ে সর্বোচ্চ ২০০ টাকা করাসহ চার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

শনিবার (৩০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

সংবাদ সম্মেলনে চাকরির আবেদন ফি কমিয়ে সর্বোচ্চ ২০০ টাকা করা; প্রিলি পরীক্ষার কাটমার্কস প্রকাশ করাসহ প্রিলিমিনারি, রিটেন ও ভাইবার নাম্বারপত্র আলাদাভাবে প্রকাশ ও প্রিলির একসেট উত্তর প্রকাশ করা; বিসিএস সর্বোচ্চ এক বছর আর অন্যান্য চাকরিতে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা; পিএসসি থেকে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজদের অপসারণ করার দাবি জানান তিনি।

বিন ইয়ামিন মোল্লা বলেন, ‌‘সরকারের দায়িত্ব বেকারত্ব দূর করা। ক্ষমতায় আসার আগে সব সরকার বেকারত্বের জন্য বহু কিছু করার প্রতিশ্রুতি দেন। কিন্তু, যখন তারা সরকারে চলে আসে, তখন তারা তাদের সেই প্রতিশ্রুতি ভুলে যান। গেল ১৯ নভেম্বর সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, চাকরিতে আবেদনের ফি এর বিষয়ে অ্যাসেসমেন্ট চলছে। কেন এত সময় নিয়ে অ্যাসেসমেন্ট করা প্রয়োজন? এ অ্যাসেসমেন্ট তো বহু আগেই করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘অর্ডিন্যান্স জারি করে চাকরিতে আবেদনের ফি যেন ন্যূনতম ২০০ টাকা করা হয়। সামনে ৪৭তম বিসিএস পরীক্ষা, ফের ৭০০ টাকা দিয়ে আবেদন করতে হবে চাকরিপ্রত্যাশী। আমরা সরকারকে তিন দিনের আল্টিমেটাম দিচ্ছি, যেন অবিলম্বে সরকার যদি তড়িৎগতিতে এ বিষয়ে কোন ব্যবস্থা নেয় যদি এ বিষয়ে কোন দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হয়, প্রয়োজনে আমরা কিন্তু আন্দোলনে যাব।’

পিএসসির চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়ে এ ছাত্রনেতা বলেন, ‘দীর্ঘ দিন ধরে নিয়োগের যে স্থবিরতা রয়েছে, সেগুলো যেন অতি দ্রুত কাটিয়ে ওঠা হয়। এখনও পিএসসিতে আওয়ামী আমলের দোসর রয়েছে। তাদের বিরুদ্ধেও যেন তড়িৎগতিতে ব্যবস্থা নেওয়া হয়।’

এসময় অন্যান্যদের মধ্যে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. সানাউল্লাহ হক, সদস্য সচিব রাকিবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

আরও খবর

নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের বাংলাদেশের জাপান ও জার্মানির কাছে আর্থিক সহয়তা কামনা সৈয়দা রিজওয়ানা হাসান

শিশুকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে শত শত মানুষের মনের কোঠায় শিক্ষকগণ থাকতে পারেন…প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, মো. মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক ই আজম

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৪” এর জন্য ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনীত

কমলো সব ধরনের জ্বালানি তেলের দাম

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক সম্পর্কে দৃষ্টি রাখছে ভারত

Sponsered content