জাতীয়

ভারতীয় আগ্রাসন, রুখে দিবে জনগণ…ছাএশিবির

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৫ , ৬:৪১:৫০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক :

আজ ০৭ জানুয়ারী ফেলানী হত্যার ১৪তম বার্ষিকী উপলক্ষ্যে ফেলানী হত্যার বিচার এবং সীমান্তে হত্যা বন্ধের দাবীতে মানববন্ধন করে ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখা। উত্তরা বিএনএস সেন্টারের সামনে অনুষ্ঠিত মানববন্ধন অনুষ্ঠানে সঞ্চালনা করেন মহানগরীর অফিস সম্পাদক এস আই সাইম। মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগরীর সেক্রেটারি রেজাউল করিম শাকিল এবং সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক কামরুল হাসান।

মানববন্ধনে বক্তারা ১৪ বছর আগে সংগঠিত ফেলানী হত্যাকান্ডসহ ভারতীয় আগ্রাসনে নিহত সকল শহীদদদের বিচারের দাবী জানান। সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক কামরুল হাসান বলেন, ভারত শুধু মুখে মুখেই বন্ধুত্বের দাবী করে। বাস্তবে বন্ধুত্বের উপহার হিসেবে ফেলানীর ঝুলন্ত লাশ উপহার দেয়।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনুসকে অবিলম্বে ফেলানী হত্যার বিচারের উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান।

মহানগরী সেক্রেটারি রেজাউল করিম শাকিল বলেন, সরকারকে আন্তর্জাতিক আদালতে ফেলানী হত্যার বিচারের জন্য মামলা করতে হবে। সীমান্তরক্ষী বাহিনীকে শক্তিশালী করা এবং শক্তিশালী পররাষ্ট্রনীতি গ্রহণের ব্যাপারে উদ্যোগ গ্রহণের দাবী জানান তিনি। তিনি আরো বলেন, ভারতের মদদপুষ্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের মাত্র পাঁচ মাসের মাথায় কিছু গোষ্ঠী আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ শুরু করেছে।

মানববন্ধনে “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা” “ভারতীয় আগ্রাসন, রুখে দিবে জনগণ”সহ বিভিন্ন স্লোগান দেওয়া হ।

আরও খবর

Sponsered content

ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন পররাষ্ট্রমন্ত্রী

টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শীর্ষ ২০০ গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে

কক্সবাজারের‘বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন’ স্থাপনের বরাদ্দ বনভূমির বাতিল করেছে সরকার

রক্তবীজ ২’ সিনেমায় পূজার আগে দর্শকদের চমকে দিলেন মিমি চক্রবর্তী

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে নয়া দিল্লিকে ঢাকা স্পষ্ট বার্তা দিয়েছে….পররাষ্ট্র সচিব

আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে