রাজনীতি

ডেমরায় যুবদল নেতার  মৃত্যু: শোকেস্তব্ধ ডেমরা থানা বিএনপি

  প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৫ , ৪:২৭:২৬ প্রিন্ট সংস্করণ

ডেমরা (ঢাকা) প্রতিনিধি:
রাজধানীর ডেমরায় মো. হাবিবুর রহমান প্রধান (৪৫) নামে এক যুবদল নেতার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। তিনি ডেমরা থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে সন্তান ও মা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার (৯ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মো. হাবিবুর রহমান প্রধানের মরদেহ তাঁর ডেমরার সারুলিয়া বাসভবনে আনা হয়। সেখান থেকে পরে নেওয়া হয় তাঁর গ্রামের বাড়ি, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার দরপদ গ্রামে। সেখানকার ঈদগাহ মাঠে বেলা ১১টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দরপদ কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ডেমরা থানা বিএনপির সভাপতি প্রত্যাশী এসএম রেজা চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সামাজিক প্রতিনিধিসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
শোকার্ত নেতাকর্মীরা জানায়, রাজনৈতিক সংকট, নিপীড়নের সময়, কিংবা যখন চারপাশে ভীতি আর নীরবতা—সেই কঠিন সময়ে যাঁরা সত্যের পক্ষে দাঁড়ান, তাঁদের একজন ছিলেন হাবিবুর রহমান। দলের প্রতি অবিচল বিশ্বাস, সাহসিকতা ও মানুষের পাশে থাকার মানসিকতা নিয়ে তিনি হয়ে উঠেছিলেন এলাকার মানুষের ভরসার নাম। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। একদিকে রাজনৈতিক অঙ্গনের হৃদয়ভাঙা বিদায়, অন্যদিকে সাধারণ মানুষের কণ্ঠে কেবল একটাই কথা—“আমরা একজন সাহসী অভিভাবককে হারালাম।”
তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সকলে গভীর শোক প্রকাশ করেছেন। দলীয় নেতৃবৃন্দ তাঁর অবদানের কথা স্মরণ করে বলেন, রাজনীতি যদি সেবার মাধ্যম হয়, তবে হাবিবুর রহমান ছিলেন তার জীবন্ত প্রতীক।

আরও খবর

Sponsered content

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, মো. মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক ই আজম

সংস্কারের নামে জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করার সঠিক হবে না…সিপিপি ও বাসদ

জুলাই অভ্যুত্থান-২০২৪’স্মৃতি ধরে রাখতে দশ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উদ্বোধন করেন…প্রধান উপদেষ্টা

সংবাদ মিথ্যা ও গুজব ভারত সীমান্তে কোন ড্রোন মোতায়েন করেনি বাংলাদেশ প্রেস উইং

ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ত্রাণ পৌঁছে দিয়েছে ইন্দোনেশিয়াসহ সাতটি দেশ

সাদ অনুসারীদের দেশে আসতে দেয়া হলে অন্তর্বর্তী সরকারকেই দেশ ছেড়ে পালাতে হবে হুঁশিয়ারি তাবলীগ জামায়াতের