রাজনীতি

শেখ হাসিনা ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনো সহযোগিতা করেননি বলে অভিযোগ…ড. মুহম্মদ ইউনূস

  প্রতিনিধি ১২ জুন ২০২৫ , ৪:২১:৩২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:   

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকাকে কোনো সহযোগিতা করেননি বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূ। ব্রিটিশ থিঙ্কট্যাংক সংস্থা চ্যাথাম হাউসে দেয়া এক বক্তব্যে এ অভিযোগ জানিয়েছেন তিনি।

সেই সঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্রিটিশ থিঙ্কট্যাংক সংস্থা চ্যাথাম হাউসে।

আজ ১১ জুন, বুধবার বক্তব্য দেন ড. ইউনূস। সেখানে তিনি বলেন, গত এপ্রিলে ব্যাংককে বিমসটেক সম্মেলনে প্রথম নরেন্দ্র মোদির সঙ্গে সরকারি সাক্ষাৎ ও কথা বলার সুযোগ ঘটেছিল তার।

“আমি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সরাসরি কথার বলার সুযোগ পেলাম, আমি শুধু বলেছিলাম, ‘আপনি যে তাকে (শেখ হাসিনা) আশ্রয় দিতে চান এই নীতি বাদ দেওয়ার জন্য আমি আপনার ওপর জোর-জবরদস্তি করতে পারি না; কিন্তু আমাদের অনুরোধ তাকে চুপ থাকতে বলুন। বাংলাদেশের জনগণের উদ্দেশ্য করে তিনি যেসব কথাবার্তা বলেন, বর্তমান অবস্থান থেকে সেসব তার বলা উচিত নয়। তার কথাবার্তা বাংলাদেশের জনগণকে খুবই ক্ষুব্ধ করে তোলে।”

“আমার এ অনুরোধের জবাবে মোদি’র উত্তর ছিল আমি কোট করছি ‘এটা সামাজিক যোগাযোগমাধ্যম; আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি না’ এরপর আপনি আর কী বলতে পারেন। এটা একটা বিস্ফোরক পরিস্থিতি এবং আপনি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর দায় চাপিয়ে চলে যেতে পারেন না।”

শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের সামনে টিকতে না পেরে গত ৫ আগস্ট বাংলাদেশ ত্যাগ করে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী এবং সম্প্রতি নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। বর্তমানে রাজধানী নয়াদিল্লিতে একটি সেফ হাউজে আছেন তিনি।

শেখ হাসিনা এবং তার দলের বিরুদ্ধে গত বছর জুলাই-আগস্ট আন্দোলন দমনের নামে ১ হাজার ৪ শতাধিক মানুষকে হত্যার অভিযোগ রয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনালে সেই অভিযোগের বিচারও শুরু হয়েছে।

চ্যাথাম হাউজে দেওয়া বক্তব্যে এ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনাকে তলবও করা হয়েছে। তার এতে সাড়া দেওয়া উচিত।”

“যদি তিনি সাড়া না দেন, তাহলে প্রয়োজনে আমরা ইন্টারপোলের সহযোগিতা চাইব। গোটা প্রক্রিয়া যথাযথ এবং আইনানুগভাবে হবে।”

ইউনূস আরও বলেন, তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়তে আগ্রহী, কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ‘ভুয়া সংবাদ’।

“আমরা ভারতের সঙ্গে সেরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী, কিন্তু এ ব্যাপারটি বার বার ভেস্তে যাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে অহরহ প্রকাশ হতে থাকা ভুয়া সংবাদের কারণে। অনেকে বলছেন যে ভারতের নীতি নির্ধারকদের নির্দেশেই এসব ভুয়া সংবাদ প্রকাশ করা হচ্ছে। এ ব্যাপারটি বাংলাদেশকে খুবই নার্ভাস করে তুলছে।”

আরও খবর

Sponsered content

পাঠ্যপুস্তক সংশোধন পরিমার্জন সংক্রান্ত সব কমিটি বাতিল করেছে সরকার। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, মো. মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক ই আজম

মৌলবাদীর হুমকির কাছে অন্তর্বর্তীকালীন সরকারের আপস উদ্বেগজনক ঝুঁকিপূর্ণ:টিআইবি

দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে জোরালো জাতীয় ঐকমত্য প্রয়োজন…ড.মুহাম্মদ ইউনুস

পাহাড়ি ফল শুধু সুস্বাদুই নয়, এগুলো আমাদের অর্গানিক খাদ্য ভবিষ্যতের প্রতিচ্ছবি…পার্বত্য উপদেষ্টা

ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা। আগে প্রয়োজনীয় সব সংস্কার ড.মুহাম্মদ ইউনুস