খেলাধুলা

শ্রীলঙ্কায় বাংলাদেশের ক্রিকেটেরা সব পৌছেছে

  প্রতিনিধি ১৩ জুন ২০২৫ , ৬:১০:১২ প্রিন্ট সংস্করণ

গল টেস্ট দিয়ে শুরু হচ্ছে শ্রীলঙ্কা বিপক্ষে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ। সেই টেস্টের আগে দুই ভাগে দেশ ছেড়েছেন টাইগার ক্রিকেটাররা। বৃহস্পতিবার প্রথম বহরে বাংলাদেশ স্কোয়াডের ১০ জন গিয়েছিলেন।

আজ ১৩ জুন, শুক্রবার দুপুরে রওনা হয়ে শ্রীলঙ্কা পৌঁছেছেন দলের বাকি ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা।

শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দলে ইনজুরি কাটিয়ে প্রায় দুই বছর পর ফিরেছেন এবাদত হোসেন। আগামী ১৭ জুন থেকে গলে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৫ থেকে ২৯ জুন কলম্বোতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্টটি।

এরপর ২, ৫ ও ৮ জুলাই হবে তিন ম্যাচের ওয়ানডে। ওয়ানডে সিরিজের পর হবে টি-টোয়েন্টি সিরিজ। ১০, ১৩ ও ১৬ জুলাই তিন টি-টোয়েন্টি।

আরও খবর

Sponsered content