অপরাধ

সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের আস্তানায় অভিযান জালানী তেল জব্দ, ৫ মামলা, ১৪ হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি ৮ জুলাই ২০২৫ , ২:১৬:৫২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ:

সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের আস্তানায় অভিযান॥ বিপুল পরিমাণ জালানী তেল জব্দ॥ ৫টি মামলা দায়ের॥ ১৪ হাজার টাকা জরিমান।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের আস্তানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ জালানী তেল জব্দ করা হয়। এ সময় ৫টি মামলা দায়ের ও দুইজনকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের গোদনাইল পদ্মা তেল ডিপো এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ৭ জন ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার সন্ধ্যায় অভিযানের এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা।
তিনি বলেন, অভিযানে মোঃ আব্দুর রহিমের মালিকানাধীন তেলের দোকানে অভিযান চালিয়ে ১০৬ লিটার অকটেন, ১০৮০ লিটার ডিজেল, ৬৫০ লিটার ফার্নেস অয়েল ও একটি বিক্রয় ভুয়া রশিদ বই জব্দ করা হয়। এছাড়াও দুইজনকে নগদ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৫টি মামলা রুজু করা হয়। তিনি আরো বলেন, জালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়য়ের ৪ জন ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের ৩ জন ম্যাজিস্ট্রেটসহ ৭ জন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। এ সময় তিনি আরো বলেন, অভিযানে সেনাবাহিনী, র‍্যাব-১১, বিজিবি ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর

সোহাগকে নৃশংসভাবে হত্যার মামলায় গ্রেপ্তার টিটন গাজীর পাঁচ দিনের রিমান্ড

স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তির সই-সিল জালিয়াতি ও প্রতারণায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার

কালো ধোঁয়া,নিষিদ্ধ পলিথিন বন্ধে পরিবেশ মন্ত্রণালয়ের মোবাইল কোর্ট অভিযানে জরিমানা ও সতর্কবার্তা

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন তার ছেলেকে আটক করেছে যৌথবাহিনী

নারায়ণগঞ্জের সাত খুনের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কারাগারে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল

জুলাই আন্দোলনে নরসিংদীতে গুলি চালানোর নির্দেশ দেওয়া সাইফুল ইসলাম ও অনির্বাণ চৌধুরীকে গ্রেপ্তার

Sponsered content