সারাদেশ

নারায়ণগঞ্জে জলাবদ্ধতা নিরসনে ৫৬ স্পটে পরিস্কার দখলমুক্ত অভিযান শুরু

  প্রতিনিধি ২৯ জুলাই ২০২৫ , ১:৪২:৫৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ:

জলাবদ্ধতা সমস্যা নিরসনে ফতুল্লার দখল ভরাট হয়ে যাওয়া ১৭ কিলোমিটার খাল উদ্ধারে অভিযানে নেমেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ফতুল্লার কায়েমপুর এলাকায় একটি এক্সাভেটর (ভেকু) ও পরিচ্ছন্ন কর্মীদের দিয়ে খাল পরিষ্কার কার্যক্রম শুরু হয়।

এসময় জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য আমি লালপুর এলাকাসহ বিভিন্ন এলাকা পরিদর্শনে যাই। পরে এ বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত করলে তারা জানান এখানে বড় প্রকল্প নেয়া হয়েছে। তাদেরকে আমি বোঝাতে সক্ষম হই সেসব প্রকল্পে ফতুল্লার জলাবদ্ধতা নিরসন হয়নি। পরে আমরা একটি কমিটি গঠন করি। সেই কমিটি রিপোর্ট দিয়েছে ৯২ কিলোমিটার খালের মধ্যে ১৭ কিলোমিটার খাল দখল ভরাট হয়ে গেছে। অর্থাৎ এই ১৭ কিলোমিটার খাল দিয়ে পানি প্রবাহিত হয়না।

পরে সেই রিপোর্ট আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করা হলে তারা প্রকল্পের অনুমোদন দেন। আজকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে যে কার্যক্রম নেয়া হয়েছে তাতে ৫৬ টি স্পটে পরিস্কার ও দখলমুক্তে অভিযান শুরু হয়েছ। এসব খাল পরিস্কার করার পরে এগুলোকে মাছের অভয়ারণ্য করবো। এই খাল পরিষ্কার ও দখলমুক্তের অভিযানে নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা চাই।

অভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসাইনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর

মডেল মসজিদ নির্মাণে দুর্নীতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে…ধর্ম উপদেষ্টা

আন্তঃ জেলা অজ্ঞান পার্টির মূলহোতাসহ ১১ জনকে রংপুর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

কক্সবাজারের পেচারদ্বীপ সমুদ্রসৈকতে নিখোঁজ হওয়া চবি দুই শিক্ষার্থীর সন্ধান মেলেনি এখনও

সোনারগাঁয়ের লোকজ উৎসবে ‘সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গন’-এর সাংস্কৃতিক সন্ধ্যা 

বাংলায় ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় হাজী শরীয়তুল্লাহর অবদান অবিস্মরণীয়…ধর্ম উপদেষ্টা

খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন ও নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর কাকরাইলে আর্চ বিশপের হাউজ পরিদর্শনে সেনাবাহিনী প্রধান

Sponsered content